যুগান্তর

1970-12-08

BackHome

পূর্ব পাকিস্থানে আওয়ামী লীগের নিরঙ্কুশ গরিষ্ঠতা

By Agence France Presse

Page: 7

ঢাকা, ৭ই ডিসেম্বর (এ এফ পি)- শেখ মুজিবর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ পূর্ব পাকিস্থানে অদ্যকার সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে বলে আজ রাতে এখানে বে-সরকারীভাবে এক সংবাদ পাওয়া গিয়েছে।
শেখ রহমান ঢাকা সিটি জাতীয় পরিষদ নির্বাচন কেন্দ্রে দুটি আসনে জয়ী হয়েছেন।
কয়েকটি বিক্ষিপ্ত অপ্রীতিকর ঘটনা ঘটলেও নির্বাচন মূলতঃ শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। শহরাঞ্চলে শতকরা ৯৫ ভাগ এবং পল্লী অঞ্চলে ৭৫ থেকে ৮০ ভাগ ভোট পড়েছে।
মেয়েদের মধ্যে ভোট দানের উৎসাহ ছিল সবচেয়ে বেশী।