1970-12-09
By যুগান্তর Staff Reporter
Page: 1
কলকাতা, ৮ই ডিসেম্বর
‘মুজিবর ইতিহাস সৃষ্টি করবে’-স্বর্গত ত্রৈলোক্য মহারাজ পত্রিকা-যুগান্তর কার্যালয়ে সম্পাদকীয় বিভাগের কর্মীদের সঙ্গে পাকিস্থানের নির্বাচন সম্পর্কে কথা প্রসঙ্গে এই অভিমতটি প্রকাশ করেছিলেন।
পাকিস্থানের জাতীয় পরিষদের নির্বাচনে শেখ মুজিবর রহমানের নেতৃত্বে পরিচালিত আওয়ামী লীগের অভূতপূর্ব নির্বাচনী সাফল্যের মধ্য দিয়ে তাঁর কথা অক্ষরে অক্ষরে প্রমাণিত হোল।
সত্যিই, শেখ মুজিবর রহমান নতুন ইতিহাস সৃষ্টি করলেন।
পশ্চিমবাংলার সাধারণ মানুষ, রাজনৈতিক নেতারা শেখ মুজিবর রহমান ও তাঁর দলের বিরাট সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন।
প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রীপ্রফুল্লচন্দ্র সেন তাঁর সংক্ষিপ্ত মন্তব্যে বলেছেন : পাকিস্থানের একটি দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করছে দেখে তিনি আশান্বীত, ঐ দেশে গণতন্ত্র সার্থক হবে। এই নির্বাচনী ফলে তিনি খুসী হয়েছেন।
প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রীঅজয় মুখার্জিও নির্বাচনী ফলে আনন্ত প্রকাশ করেছেন। মাকসবাদী কম্যুনিস্ট নেতা প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী শ্রীজ্যোতি বসু বলেছেন : এর পর পাকিস্থানের সঙ্গে ভারতের ব্যবসা-বাণিজ্যের সম্পর্ক ভাল হবে এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশ সৃষ্টি হবে বলে তিনি আশা করেন
রাজ্য শাসক কংগ্রেসের সভাপতি শ্রীবিজয়সিং নাহার বলেছেন যে : শেখ মুজিবর রহমান বাঙ্গালী হিসাবে এপার বাংলার সঙ্গে আরও ভাল সম্পর্ক গড়ে তুলবেন এবং ভারতের সঙ্গে বিরোধের নিষ্পত্তিতে উদ্যোগী হবেন বলেই তিনি আশা করেন।
বিধ্বংসী ঝড় ও প্লাবনে বিপর্যস্ত পূর্ব বাংলার নির্বাচনী ফল জানবার জন্য এপার বাংলায় কলকাতা বিশেষ আগ্রহ সৃষ্টি হয়েছিল। গতকাল সন্ধ্যে থেকে বেতারের কাছে ভীড় দেখেছি। লোকের মুখে শেখ মুজিবর রহমানের বিস্ময়কর নেতৃত্ব ও জনপ্রিয়তার তারিফ শুনেছি।
পূর্ব বাংলার ঘোষিত ফলের মধ্যে সামান্য কয়েকটি আসন বাদে সব আসন লাভ করার কৃতিত্ব শেখ মুজিবর রমানের আওয়ামী লীগের।
এই ঐতিহাসিক সাফল্যের মধ্য দিয়ে দুই বাংলার মানুষের মধ্যে আরও বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠবে এই আশা বহু সাধারণ মানুষের কণ্ঠে শুনেছি।