1970-12-09
Page: 1
পাকিস্থান জাতীয় পরিষদে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন-এই সংবাদ পাবার পর যুগান্তরের ষ্টাফ রিপোর্টার কলকাতা থেকে টেলিফোনে শ্রীমুজিবর রহমানের সংশ্লিষ্ট মহলের সঙ্গে ঢাকায় যোগাযোগ করেছিলেন। শ্রীমুজিবর রহমান এখন ঢাকাতেই আছেন। তবে তিনি এখনই নির্বাচনের ফলাফলের ওপর কোন মন্তব্য করতে রাজী হন নি।
ঐ মহল ‘যুগান্তরকে’ জানিয়েছেন যে, ঢাকায় কোন আনন্দ অনুষ্ঠান হচ্ছে না। কোন মিছিল শোভাযাত্রা বে রায় নি। কারণ সাম্প্রতিক প্রাকৃতিক দুয়োগে ক্ষতিগ্রস্ত লোকদের দুঃখে এখানকার মানুষ ম্রিয়মান। শ্রীমুজিবর রহমান কোন অনুষ্ঠানের ব্যবস্থা না করতে পরামর্শ দিয়েছেন।
ঢাকার সঙ্গে যখন কথা হচ্ছিল, তখন জাতীয় পরিষদে ১৫৩টি আসনের ফলাফল ঘোষিত হয়ে গেছে। এবং আওয়ামী লীগ ১৫১টি আসন পেয়েছেন। আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট অপর এক নেতা টেলিফোনে জানিয়েছেন : যে নয়টি আসন্ন নির্বাচন বাকি আছে, সেখানে নির্বাচন হলে তাঁরা তাও লাভ করবেন। জাতীয় পরিষদের ৩০০টি আসনের মধ্যে আওয়ামী লীগ ইতিমধ্যেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন।
ঐ নেতা এ কথাও বলেছেন : ১৭ই পূর্ব পাকিস্থানের বিধানসভার নির্বাচন। এই বিধানসভায় ৩০০টি আসন আছে। আওয়ামী লীগ আশা করছেন যে, তাঁরা ৩০০টি আসনই লাভ করবেন।
তিনি জানিয়েছেন যে, বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবার পর মুজিবর সাহেব তাঁর বক্তব্য রাখবেন।
আরো জানা গেছে যে, পাকিস্থানের রাষ্ট্রপতি ইয়াইয়া খাঁ আজ এক বিবৃতিতে বলেছেন, তিনি তাঁর প্রতিশ্রতি রক্ষা করেছেন।