যুগান্তর

1970-12-11

BackHome

স্বাধীন পূঃপাকিস্থানের জন্য ভাসানী আন্দোলন করবেন

By Press Trust of India (PTI)

Page: 2

ঢাকা, ১০ই ডিসেম্বর-পূর্ব পাকিস্থানের বামপন্থী নেতা মৌলানা আবুল হামিদ ভাসানী গতকাল এখানে বলেছেন যে, তিনি স্বাধীন পূর্ব পাকিস্থানের জন্য আন্দোলন করবেন।
৮৯ বৎসর বয়স্ক ভাসানী এক সাংবাদিক বৈঠকে বলেন যে, আগামী মাসে তাঁর স্বগ্রাম ময়মনসিংহের সান্তোষে একটি সর্বদলীয় কমিটি গঠর করা হবে।
পিকিং সমর্থক তাঁর জাতীয় আওয়ামী দল সোমবাবে অনুষ্ঠিত পাকিস্থানের সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করেনি। ভাসানী নির্বাচনকে ‘প্রহসন’ বলে মন্তব্য করেছেন।
তিঁনি বলেন যে নির্বাচনে শেখ মুজিবরের আওয়ামী লী দলের বিপুল সাফল্যের অর্থই হল পূর্ব পাকিস্থানের স্বাধীনতার অনুকূলে গণ-অভিমত।
পশ্চিম পাকিস্থান থেকে পূর্ব পাকিস্থানের পৃথকীকরণ অথবা দুই অঞ্চলের সার্বভৌমত্ব বহ শিথিল এক যুক্তরাষ্ট্র গঠনের জন্য তিনি আহ্বান জানাবেন।
পাকিস্থানের সঙ্গে ইরাণ, তুরস্ক অথবা রাষ্ট্রগুলির যে সৌহার্দ্যরে সম্পর্ক রয়েছে, স্বাধীন পূর্ব পাকিস্তানও পশ্চিম পাকিস্থানের সঙ্গে সেইরূপ সম্পর্কই রাখবে।
তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গে যদি ভারত থেকে বিচ্ছিন্ন হয় এবং স্বাধীন পূর্ব পাকিস্থানে যোগ দিতে চায়, তাহলে আমরা তাকে স্বাগত জানাব।
পর্যবেক্ষকগণ মনে করেন যে, ভাসানী শেখ মুজিবরকে তাঁর দলীয় কার্যসূচীর বাইরে নিয়ে যাবার জন্য চাপ দিচ্ছেন।
বিচ্ছিন্ন না হয়ে যথাসম্ভব আঞ্চলিক স্বায়ত্তশাসনই শেখ মুজিবরের দলের বর্তমান দাবী।
-পি টি আই