গোহাটি, ১৯ শে মার্চ (পি. টি. আই)- পাকিস্থানের ভাঙ্গন রোধের চেষ্টায় প্রেসিডেন্ট ইয়াহিয়া খাঁ আজও আওয়ামী নেতা শেখ মুজিবরের সঙ্গে তিন দফা আলোচনায় বসেন। কিন্তু আলোচনা শেষ হয়নি, আগামীকাল আবার তাঁরা মিলিত হবেন।
আজ সকালে সাক্ষাৎকারের পর শেখ মুজিবর সাংবাদিকদের বলেন, তিনি আশাবাদী, কিন্তু একই সঙ্গে যে কোন পরিস্থিতির জন্য প্রস্তুত আছেন।
ওদিকে করাচি থেকে পাওয়া রয়টারের খবরে প্রকাশ, পিপলস পার্টির নেতা শ্রীজুলফিকার আলি ভুট্টো ঢাকা যাওয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন।
মুজিবর-ইয়াহিয়া আলোচনা সম্পর্কে ঢাকা বেতার কেন্দ্র থেকে বলা হয়, আলোচনাকালে তৃতীয় কোন ব্যক্তি উপস্থিত ছিলেন না।
আলোচনার পর শেখ মুজিবর তাঁর ধানমন্ডীস্থিত বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, কাল সকালে আবার তাঁরা এক বৈঠকে মিলিত হবেন।
ইতিমধ্যে আজ সন্ধ্যায় আওয়ামী লীগের তিন নেতা : সৈয়দ নজবুল ইসলাম, শ্রীমনসুর আলি ও শ্রীতাজউদ্দিন আহমেদ প্রেসিডেন্টের উপদেষ্টাদের সঙ্গে এক দফা আলোচনা করবেন।
শেখ জানিয়েছেন কাল যখন তিনি প্রেসিডেন্ট ইয়াহিয়ার সঙ্গে আলোচনায় বসবেন তখন আওয়ামি লীগের পাঁচজন নেতা-সর্বশ্রী মনসুর আলি, কামাল হোসেন, নুরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ ও মুস্তাফা আহমেদ তাঁকে সাহায্য করতে উপস্থিত থাকবেন।
প্রেসিডেন্টের সঙ্গে কোন আপস প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাওয়া হলে শেখ মুজিব তার কোন জবাব দেন না।
আওয়ামী লীগ ২৫শে মার্চ তারিখে ডাকা পাক জাতীয় পরিষদের সভায় যোগ দেবে কিনা এ প্রশ্নের উত্তরে শেখ নিরুত্তর থাকেন।
কালকের আলোচনাই শেষ কিনা জানতে চাওয়া হলে শেখ বলেন: একটু ধৈর্য ধরুন।
আলোচনায় সাফল্যের আশা করেন কি?-সাংবাদিকদের প্রশ্ন।
নিশ্চয়ই করি, কারণ আমি সব সময় ভালটাই চাই। কিন্তু একই সঙ্গে খারাপের জন্যও প্রস্তুত আছি- শেখ জবাব দেন।
ভুট্টো প্রেসিডেন্টের আমন্ত্রণে ঢাকা যাচ্ছেন না
করাচী, থেকে রয়টার জানাচ্ছেন : পশ্চিম পাকিস্থানের বামপন্থী পিপলস পার্টির নেতা শ্রীজুলফিকার আলী ভুট্টো বিমানযোগে ঢাকায় যাওয়ার জন্য প্রেসিডেন্ট ইয়াহিয়া খাঁর আমন্ত্রণ গ্রহণে অসম্মতি জানিয়েছেন।
তিনি বলেন যে, ২৫শে মার্চের পূর্বে তিনি ঢাকায় গেলে কোন সুফল পাওয়া যাবে বলে বুঝলে তিনি সঙ্গে সঙ্গে ঢাকা যেতে রাজী আছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ইয়াহিয়া খাঁ আজ শুক্রবার তাঁকে ঢাকায় যেতে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি এই আমন্ত্রণের কিছুটা ব্যাখ্যা চেয়েছিলেন, কিন্তু তা তাঁকে জানানো হয়নি।
ভূট্টোরও আইন অমান্য আন্দোলন আরম্ভের সামর্থ্য আছে
ইউ পি আই জানাচ্ছেন : মি: ভুট্টো গত রাত্রে হুমকী দিয়েছেন যে পূর্ব পাকিস্থানের মত পশ্চিম পাকিস্থানেও আইন অমান্য আন্দোলন আরম্ভের সামর্থ্য তাঁর দলের আছে
মি: ভুট্টো সাংবাদিকদের নিকট বলেন যে, তাঁর দল পূর্ব পাকিস্থানের আওয়ামী লীগের সঙ্গে কোন কোয়ালিশন সরকারে যোগ দেবে না এবং পশ্চিম পাকিস্থানীরা এরূপে কোন দাবী করলেও তাঁর দল আওয়ামী লীগের সঙ্গে যাবে না। তিনি বলেন, ‘আমার দলও গণ-আন্দোলন আরম্ভ করতে পারে।’
তিনি বলেন যে, তিনি প্রেসিডেন্ট ইয়াহিয়া খাঁ এবং আওয়ামী লীগ নেতা শেখ মুজিবরের সঙ্গে ঢাকার আলোচনায় যোগদান করবেন না বলে সিদ্ধান্ত করেছেন।
ইয়াহিয়া শেখ মুজিবের হাতে ক্ষমতা অর্পণ করবেন?
করাচীতে এই মর্মে জোর জল্পনা-কল্পনা চলছে যে, প্রেসিডেন্ট ইয়াহিয়া খাঁ শেখ মুজিবের হাতে বিনা সর্তে ক্ষমতা অর্পণের প্রস্ততি চালাচ্ছে। কিন্তু ওয়াকিবহাল সূত্রগুলি মনে করেন, প্রেসিডেন্ট ইয়াহিয়ার ঢাকা সফর পূর্ব ও পশ্চিম পাকিস্থানের মধ্যে বিচ্ছেদ ঘটাতেই সাহায্য করবে।
২৫শে মার্চ জাতীয় পরিষদের অধিবেশনের সম্ভাবনা ক্ষীণ
ঢাকায় বিশ্বস্ত রাজনৈতিক সূত্রগুলি থেকে জানা যায়, ২৫ শে মার্চ জাতীয় পরিষদের অধিবেশন হওয়ার সম্ভাবনা ক্ষীণ হতে চলেছ। তাঁরা বলেন যে, শেখ মুজিব ও প্রেসিডেন্ট ইয়াহিয়া খাঁর মধ্যে আলোচনা পূর্ব ও পশ্চিম পাকিস্থানের মধ্যে বিরোধকেই শুধু বাড়িয়ে দিচ্ছে।
নেতাকে ঘিরে সতর্ক প্রহরা
আওয়ামী লীগের প্রায় দু’শ স্বেচ্ছাসেবক দিবারাত্র শেখ মুজিবর রহমানকে পাহারা দিচ্ছেন, কারণ এ ব্যাপারে তাঁরা কোন ঝুকি নিতে চান না। গত কয়েক সপ্তাহে শেখের জীবন নাশের চেষ্টা হয়েছে একবার, আর তাঁকে হত্যার হুমকি দিয়ে চিঠি এসেছে অনেকগুলি।
ইতিমধ্যে পূর্ব বাংলার জনগণের প্রতিরোধ আন্দোলন দিনে দিনে আরও শক্তিশালী ও দুর্জয় হয়ে উঠছে। গতকাল ঢাকার একটি বন্দুকের দোকান লুঠ হয় এবং বহুদোকানের বন্দুক, পিস্তল ও কার্তুজ খোয়া যায়। প্রেসিডেন্ট যে বাসভবনে অবস্থান করছেন তার সমীপবর্তী এলাকায় গতকাল কয়েকটি বাড়ীতে আগুন লাগানো হয়।
কিন্তু মূল আন্দোলন এখনও পর্যন্ত সম্পূর্ণ অহিংস আছে। জেলায় জেলায় হাজার হাজার যুবক আন্দোলনে যোগ দেবার জন্য স্বেচ্ছাসেবক হচ্ছেন।
শ্রীহট্ট জেলার চল্লিশটি চা বাগানের শ্রমিকরাও আন্দোলনে যোগ দেওয়ার শপথ নিয়েছেন।
গতকাল শ্রীহট্ট শহরে শুধু মহিলাদের একটি এক মাইল দীর্ঘ মিছিল স্বাধিকারের দাবি ঘোষণা করে ও ফৌজি জুলুমের প্রতিবাদ জানিয়ে শহর প্রদক্ষিণ করে। বহু বোরখা-পরা নারীও ঐ মিছিলে ছিলেন।
সামরিক বাহিনীর জল ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ
বনগাঁও থেকে যুগান্তরে নিজস্ব প্রতিনিধি গত সপ্তাহ থেকে যশোহর ক্যান্টনমেন্টে সামরিক বাহিনীর জল ও বিদ্যুৎ সরবরহ বন্ধ করে দেওয়া হয়েছে।
এই ব্যবস্থা গ্রহণের আগে নড়াইলের এস-ডি-ও তাঁর গাড়ীতে কালো পতাকা উড়িয়ে ঐ ক্যান্টনমেন্টে গেলে স্থানীয় সামরিক কর্তৃপক্ষ তাঁকে অপমানিত ও লাঞ্ছিত করে।
২৩ শে মার্চ স্বাধীনতা দিবস
মৌলানা ভাসানির জাতীয় আওয়ামী পার্টি আগামী ২৩ শে মার্চ সমগ্র পূর্ব পাকিস্থান পূর্ণ মর্যাদা সহকারে স্বাধীনতা দিবস পালনের আহ্বান জানিয়েছেন।
দলের সেক্রেটারী শ্রীমসিউর রহমান এক বিবৃতিতে পূর্ব বঙ্গবাসীদের কাছে উল্লেখিত আহ্বান জানিয়ে বলেছেন, বাংলা দেশের মানুষ স্বাধীন দেশের স্বাধীন নাগরিকরূপে বাঁচতে চায়।
ঢাকা বেতার কেন্দ্র থেকে তাঁর বিদ্বেষ প্রচার
ওদিকে কৃষ্ণনগর থেকে আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, গত সন্ধ্যায় ঢাকা বেতার কেন্দ্র থেকে প্রচারিত ‘আলেখ্য’ নামক এক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রাচীন ও আধুনিক বাংলা সাহিত্যের বিরুদ্ধে তীব্র বিদ্বেষ প্রচার করা হয়। বলা হয়, সমগ্র সাহিত্যেই ছড়িয়ে আছে মুসলিম বিদ্বেষ। উদাহরণস্বরূপ বলা হয় রমেশচন্দ্র দত্তের ‘মহারাষ্ট্র জীবন প্রভাত’মুশ্লিম বিদ্বেষে পূর্ণ হলেও স্বাধীনতার আগে পর্যন্ত গ্রন্থটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তক ছিল।
এ আলোচনায় পাকিস্থানে ভাগ্য নির্ধারিত হবে - নিউইয়র্ক টাইমস
নিউইয়র্ক, ১৯শে মার্চ (ইউ, পি, আই)-ইয়াহিয়া-মুজিবর আলোচনা সম্পর্কে ‘মন্তব্যকালে নিউইয়র্ক’ টাইমস পত্রিকায় বলা হয়েছে-এ আলোচনায় পাকিস্থানের ভাগ্য নির্ধারিত হবে। আলোচনা যদি ভেঙ্গে যায় তবে প্রেসিডেন্ট ইয়াহিয়াকে একটি গুরুতর সঙ্কটের সম্মখীন হ’তে হবে। হয় তাঁকে পূর্ব-পাকিস্থানের স্বাধিকারের দাবী মেনে নিতে হবে, নয়ত সাত কোটি বিদ্রোহী বাঙালীর আন্দোলন দমন করার জন্য পুনরায় সর্বাত্মক সামরিক আইন জারি করতে হবে। তার জন্য প্রচুর রক্তক্ষয় ও জীবনহানি হবে সন্দেহ নেই, কিন্তু তাতেও প্রেসিডেন্ট ইয়াহিয়ার উদ্দেশ্য সফল হওয়ার সম্ভাবনা কম।
তাই, নিউইয়র্ক টাইমস- এর অভিমত, পূর্ব-পাকিস্থানের স্বায়ত্তশাসনের দাবী মেনে নেওয়াই এখন প্রেসিডেন্ট ইয়াহিয়া ও পশ্চিম পাকিস্থানের নেতাদের পক্ষে বুদ্ধিমানের কাজ হবে। পূর্ব-পাকিস্থানের সম্পূর্ণ বিচ্ছেদের যদি একমাত্র বিকল্প হয় শিখিল যুক্তরাষ্ট্র, তবে তাই পাকিস্থানের নেতাদের মেনে নেওয়া উচিত।
স্বাধীনতা ঘোষণার উপযুক্ত মুহূর্ত
আমেরিকার পূর্ব-পাকিস্থানলীগের পক্ষ থেকে শেখ মুজিবর রহমানের কাছে প্রেরিত এক তারবার্তায় অবিলম্ব ঘোষণার জন্য অনুরোধ জানানো হয়েছে।
তারবার্তায় বলা হয়েছে: স্বাধীনতা ঘোষণার এইটিই উপযুক্ত মুহুর্ত। বহির্বিশ্বের বাঙালিরা বাঙলাদেশের স্বাধীনতার জন্য সর্বস্ব ত্যাগে প্রস্তুত আছে।
মুজিবর নিজে তদন্দকারী দল গঠন করলেন
ঢাকা, ১৯ শে মার্চ (এ এফ পি)- আওয়ামী লীগ নায়ক শেখ মুজিবর রহমান এই মাসের গোড়ার দিকে গণবিক্ষোভের সময় নাগরিকদের উপর সৈন্যদের গুলিবর্ষণ সম্পর্কে সরেজমিনে তদন্ত করার জন্য গত রাতে তাঁর নিজের তিনজন সদস্য বিশিষ্ট দলকে আকস্মিকভাবে চট্টগ্রামে পাঠিয়েছেন।
২রা মার্চ থেকে ৯ই মার্চের মধ্যে বাংলা দেশে যে হাঙ্গামা হয়, সে সম্বন্ধে তদন্তের জন্য সামরিক সরকার একটি কমিশন গঠন করবেন বলে ঘোষণা করলে, শেখ মুজিবর এর আগে প্রেসিডেন্ট ইয়াহিয়ার এই প্রস্তাবটি অগ্রাহ্য করেছেন।
শেখ মুজিবর ৮৪ বছর বয়স্ক মৌলানা ভাসানীর যোগে প্রাপ্ত এক অনুরোধে এই দলটি গঠন করেন।
দলের তিনজন সদস্য হলেন পূর্ব পাকিস্থান বিধানসভার আওয়ামী লীগ পরিষদীয় দলের নেতা শ্রীমনসুর আলী, পাকিস্থান আওয়ামী লীগের সহসভাপতি শ্রীমুস্তাক আহমদ ও শ্রীআবিদুর রেজা খাঁ।
সৈন্যদের জুলুম
গতকাল এক ব্যক্তি জনৈক সৈন্যের হুকুম তামিল করতে অস্বীকৃত হলে ঐ সৈন্য তাকে গুলী করে। সে আহত হয়। সৈন্যটি তাকে একটি কৃষ্ণ পতাকা নামাতে হুকুম দিয়েছিল।
মোটরারোহী একটি জনতা সঙ্গে সঙ্গে এই ঘটনার প্রতিবাদ জানান এবং শেখ মুজিবরের সাহায্য প্রার্থনা করলে রাস্তায় এসে ভীড় করেন। শ্রীরহমান তাঁদের আশ্বাস দেন যে, তিনি ব্যাপারটি সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষের কানে তুলেছেন এবং জনসাধারণকে এইরূপ প্ররোচনা যাতে না দেওয়া হয়, অবিলম্বে তার ব্যবস্থা করতে বলেছেন।
পশ্চিম পাকিস্থানের ব্যবসায় অচল
পশ্চিম পাকিস্থানে লাহোর বণিক সভা গতকাল অভিযোগ করেছে যে, পূর্ব পাকিস্থানের ব্যবসায়ী সম্প্রদায় পশ্চিম পাকিস্থানের প্রায় ৩৩ কোটি টাকা আটকিয়ে রেখেছেন। পূর্ব পাকিস্থানে ১লা মার্চ পর্যন্ত মাল, বিক্রী করে এই টাকা প: পাকিস্থানের পাওনা হয়েছিল।
বণিকসভার সভাপতি আব্দুল মজিদ মুফতি বলেন যে, পাকিস্থানের উভয় অংশের মধ্যে ব্যবসায় অচল অবস্থায় পৌঁছেছে। নিউজপ্রিণ্টসহ পূর্ব পাকিস্থানের কতকগুলি মাল পশ্চিম পাকিস্থানে দুষ্প্রাপ্য হয়ে উঠেছে, ফলে পশ্চিম পাকিস্থানের সংবাদপত্রগুলির পৃষ্ঠা সংখ্যা হ্রাস করতে হয়েছে।
তিনি আরও বলেন, পশ্চিম পাকিস্থানে সুপারির খুব অভাব দেখা দিয়েছে: ফলে পশ্চিম পাকিস্থানে সুপারীর মূল্য প্রায় তিনগুণ বেড়ে গিয়েছে।
নিরস্ত্র জনসাধারণের উপর জুলুম
সৈয়দ নজরুল ইসলাম বলেছেন, নিরস্ত্র জনসাধারণের উপর সৈন্যদের জুলুমের বহু খবর পাওয়া যাচ্ছে রাজসাহী, খুলনা ও অন্যান্যা স্থান থেকে। এমনকি নড়াইলের মহকুমা হাকিমও রেহাই পান নি-সৈন্যরা তাঁর মোটরগাড়ী থেকে কৃষ্ণ পতাকা ছিনিয়ে নিয়েছে।
তিনি বলেন যে, সৈন্যদের এই প্ররোচনামূলক কাজ রবদাস্ত করা হবে না। যে-কোন পরিণতির জন্য সামরিক আইন প্রশাসনই দায়ী হবে।
ইতিমধ্যে আওয়ামী লীগ নেতা শেখ মুজিবর রহমানের আহ্বানে ঐতিহাসিক অহিংস অসহযোগ আন্দোলন আজ অষ্টাদশ দিবসে পদার্পণ করেছে। সরকারী ও আধা-সরকারী অফিসগুলি এবং কোর্ট ও হাইকোর্টের কাজ অচল হয়ে পড়েছে।