1971-03-20
ইয়াহিয়া মুজিব আলোচনা বানচালের উপক্রম
ঢাকা, ১৯ শে মার্চ- অনেক রাতে খবর পাওয়া গেল, ঢাকায় এখন নতুন করে আগুন জ্বলতে চলেছে। এ আগুন নেভাতে জঙ্গীশাহী ঢাকায় নতুন করে কার্ফুপত্তন করেছে। ঢাকার নিকটবর্তী জয়দেবপুরে নিরস্ত্র জনতার ওপর সেনাবাহিনীর গুলীতে অন্তত: জন কুড়ি নিহত ও আরো অনেকে আহত হয়েছেন। এ খবর দিয়েছেন এ এফ পি। এই খবরে আরো প্রকাশ যে, আবেগের সঙ্গে অগ্নিস্রাবী ভাষায় এই হত্যাকান্ডের প্রতিবাদ জানিয়েছেন-বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।
এই খবরে মুজিবর এমনই বিচলিত যে, তিনি আগামীকাল হয়তো ইয়াহিয়া খাঁর সঙ্গে আলোচনা করতে যাবেন না।
আজ দেড় ঘন্টা আলোচনার পর স্থির হয়েছিল যে, আগামীকাল আবার মুজিবর-ইয়াহিয়া বৈঠক বসবে।
আজ রাত্রে রেডিও পাকিস্থানের সংবাদে জানা যায় যে, আজ পশ্চিম পাকিস্তানী সৈন্যবাহিনী এবং পূর্ব বাংলার নাগরিকদের মধ্যে সংঘর্ষের ফলে বহু লোক হতাহত হয়েছে। এর পর ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলে কার্ফুজারী করা হয। বেতার সংবাদে ঘটনার বিস্তৃত বিবরণে দেওয়া হয় নি। শুধু বলা হয় যে, উভয় পক্ষেই হতাহত হয়েছে।
-গতকাল বিমান বাহিনীর প্রায় ২‘শ লোক ‘বাংলা দেশের জনসাধারণের মুক্তির জন্য’ শেখ মুজিবরের সংগ্রামকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন।