যুগান্তর

1971-03-20

BackHome

পুর্ব বঙ্গের ছাত্রনেতাদের অনুরোধ: পাকিস্থানকে অস্ত্র দেবে না

By UNI

নয়াদিল্লী, ১৯শে মার্চ (ইউ, এন, আই)- পাকিস্থানকে অন্ত্র সরবরাহ না করার জন্য পূর্ব পাকিস্থানের ছাত্র নেতৃবৃন্দ বিদেশী রাষ্ট্রগুলির কাছে অনুরোধ জানিয়েছেন।
তাঁরা বলেন, অস্ত্র বৈদেশিক আক্রমণ প্রতিহত করার জন্যই, আভ্যন্তরীণ ব্যবহারের জন্য নয়। বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষে আজ স্বাধীনতার জন্য সংগ্রাম করছে। তাঁরা আশা করেন, পৃথিবীর সমস্ত স্বাধীনতার পূজারী, এই সংগ্রামকে সমর্থন জানাবেন।